ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সম্পত্তির জন্য মাকে হাতুড়ি পেটা করে হত্যাচেষ্টা

প্রকাশিত: ২২:২২, ১৬ অক্টোবর ২০২১

সম্পত্তির জন্য মাকে হাতুড়ি পেটা করে হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর ২/২ এ লালমাটিয়ায় সম্পত্তির জন্য নার্গিস বেগম নামের এক নারীকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে তারই ছেলে-মেয়ের বিরুদ্ধে। শুক্রবার বেলা ১১টায় ওই বাড়ির দ্বিতীয় তলার পার্লারে হাতুড়ি পেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে নার্গিসকে হাতুড়ি দিয়ে আঘাত করতে দেখা যায়। নার্গিস বেগম বলেন, তার ছেলে তানভির আহমেদ, মেয়ে নায়না আহমেদ শান্তা, মেয়ের জামাই খান মোহাম্মদ সারওয়ারসহ বেশ কয়েকজন তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নার্গিস বেগম পাশের রুম থেকে চিৎকার করতে করতে পার্লার রুমে ঢুকেন। এসময় এক মেয়ে এসে নার্গিস বেগমকে ধরে রাখেন। হাতুড়ি হাতে এক ছেলে এসে নার্গিসকে উপর্যুপরি আঘাত করে। পাশ থেকে আরেক ব্যক্তি এসে হামলা করা যুবককে নিবৃত করার চেষ্টা করেন। মাথায় আঘাতের ফলে নার্গিসের মুখমন্ডলে রক্ত দেখা যায়। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে দেখা যায় নার্গিসকে। নার্গিসের অভিযোগ, ২/২ এ বাসাটি তার স্বামীর। তার স্বামী ১৮ বছর আগে মারা যান। ছেলে তানভির ও মেয়ে নায়না সম্পত্তি দাবি করে। তিনি সম্পত্তি দিতে চাইলেও এ নিয়ে তারা ঝামেলা করেই যাচ্ছিল। এর আগে কয়েকবার তাকে বাসা থেকে বের করে দিয়েছে। তিনি থানায় জিডি করলে পুলিশ এসে উঠিয়ে দিয়ে যেত। সবশেষ শুক্রবার তাকে হত্যার জন্য হামলা চালায় নিজ ছেলে-মেয়ে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, পারিবারিক বিষয়ে ঘটনাটি ঘটেছে। এর আগেও কয়েকবার তারা মারামারি করেছে। আমরা তাদের ঝামেলা মিটিয়ে ফেলতে বলেছি। কিন্তু এবার ছেলে ও মেয়ে তাদের মাকে মেরে রক্তাক্ত করে ফেলে। এ ঘটনায় ছেলে তানভিরকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী মামলা করলে গ্রেফতার দেখানো হবে।
×