ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষমতা হারানোর ভয়ে সরকার নির্দলীয় নির্বাচনের পথ বন্ধ করেছে ॥ রিজভী

প্রকাশিত: ২২:২২, ১৬ অক্টোবর ২০২১

ক্ষমতা হারানোর ভয়ে সরকার নির্দলীয় নির্বাচনের পথ বন্ধ করেছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতা হারানোর ভয়ে সরকার নির্দলীয় নির্বাচনের পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ জাতীয় দল’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, পেঁয়াজ, মরিচ, চাল, ডাল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশে। আনাজ-পাতিতে হাত দিলে বৈদ্যুতিক শক লাগে। দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য সরকারের তেমন কোন পদক্ষেপ নেই। সরকারের লোকেরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। সেখান থেকে মানুষের দৃষ্টি সরাতে সরকার ভিন্ন পন্থা অবলম্বন করছে। তিনি বলেন, কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। এ সময় তিনি জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক সভা বন্ধের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন। আজ ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ হাদীর মৃত্যুবার্ষিকী ॥ আজ ১৬ অক্টোবর, শনিবার বিএনপির অঙ্গ সংগঠন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডাঃ এম.এ হাদীর ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিএসএমএমইউ এর সকল জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীর পক্ষ থেকে খতমে কোরান ও বাদ জোহর দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে বলে ড্যাব নেতা অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম সেলিম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
×