ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ছোট রিভলবার

প্রকাশিত: ২২:১৩, ১৬ অক্টোবর ২০২১

সবচেয়ে ছোট রিভলবার

বিশ্বের সবচেয়ে ছোট রিভলবারের খোঁজ মিলেছে। পুরোপুরি সক্রিয় এই অস্ত্রটি ছোট আকারের একটি তেলাপোকার সমান। একটি সুইস কোম্পানি এটি তৈরি করেছে। রিভলবারটির নাম দেয়া হয়েছে ‘দ্যা সুইস মিনিগান’। এটির দৈঘ্য মাত্র ৫ দশমিক ৫ সেন্টিমিটার। উচ্চতা ৩ দশমিক পাঁচ সেন্টিমিটার। ওজন ১৯ দশমিক ৮ গ্রাম। কোম্পানির দাবি- একটি বড় আকারের রিভলবার যেভাবে কাজ করে এই মিনিগানও একই কাজ করবে। এই অস্ত্র দিয়েও মানুষ আত্মরক্ষা করতে পারবে। যে কেউ তার পকেটের চাবির রিংয়ের মতো এটি ঝুলিয়ে রাখতে পারবে। এটি সম্পূর্ণ স্টেনলেস স্টীল দিয়ে তৈরি। যে কেউ চাইলে মাত্র ৬ হাজার তিন শ’ সুইস ফ্রাঁ (সুইস মুদ্রা) দিয়ে রিভলবারটি খরিদ করতে পারবে। অবশ্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ কয়েক দেশে এই ধরনের অস্ত্র ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। -অডিটিসেন্ট্রাল অবলম্বনে
×