ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রী লাকীর দুটি কিডনি বিকল, উন্নত চিকিৎসায় সাহায্য করুন

প্রকাশিত: ২১:৫০, ১৬ অক্টোবর ২০২১

কলেজছাত্রী লাকীর দুটি কিডনি বিকল, উন্নত চিকিৎসায় সাহায্য করুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা দিনমজুর বাবুল হাওলাদারের মেয়ে কলেজছাত্রী লাকী আক্তার (২১) ২০১৭ সালে আগরপুর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার কয়েকদিন পূর্বে সে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার দুটি কিডনির সমস্যা শনাক্ত করেন। পরবর্তীতে চিকিৎসার জন্য বরিশালের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়ে কোন সুফল না পেয়ে চিকিৎসকের পরামর্শে তাকে (লাকী) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মাস চিকিৎসার পর চিকিৎসকরা লাকী আক্তারকে প্রতি সপ্তাহে তিনটি ডায়ালাইসিস করার পরামর্শ দিয়ে ঢাকার ধানমন্ডি ৬ নম্বর রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রতি সপ্তাহে তিনটি ডায়ালাইসিস এবং কিছুদিন পর পর বিভিন্ন টেস্ট করা, ওষুধ সেবন ও রক্তের জোগান দিতে গিয়ে দিনমজুর বাবুল হাওলাদার এখন পুরোপুরি নিঃস্ব। প্রতি সপ্তাহে লাকী আক্তারের বি পজেটিভ এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। লাকী আক্তার বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ডাঃ তাছলিম আহম্মেদ ও ডাঃ মামুন-অর রশিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা করানো হলে লাকী আক্তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এজন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন, যা লাকীর অসহায় দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। মেধাবী ছাত্রী লাকী আক্তার বেঁচে থাকার সর্বশেষ স্বপ্ন হিসেবে তার অকেজো দুটি কিডনি প্রতিস্থাপন করে সুস্থ জীবনে ফিরে আসতে সমাজের বিত্তবান থেকে শুরু করে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-০১৭৪২-০৩৫৫২১ (পার্সোনাল বিকাশ), মোসাঃ লাকী, ডাচ বাংলা ব্যাংক এ্যাকাউন্ট নাম্বার ১২৬১৫১০১৪৬২২৪, এ্যালিফ্যান্ট রোড শাখা। বর্তমান ঠিকানা : ভূতেরগলি, ক্রিসেন্ট রোড, বাসা নং ১৬/৫, হাতিরপুল, ঢাকা ১২০৫। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্ট বা বিকাশ নম্বরে দিতে হবে। নগদ দিতে চাইলে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×