ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকমে্পের আঘাত

প্রকাশিত: ১৭:৩৯, ১৫ অক্টোবর ২০২১

সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকমে্পের আঘাত

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন। অবশ্য প্রথমদিকে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ জানিয়েছিল মার্কিন সংস্থাটি। পরে তা সংশোধন করে ৬ দশমিক ৪ করা হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, প্রবল শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্র ছিল দ্বীপরাষ্ট্রটি থেকে ১৯৯ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৬ কিলোমিটার গভীরে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নাইন নিউজের খবরে বলা হয়েছে, এদিন শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারাতেও। সেখানে বহুতল ভবনগুলো প্রবলভাবে কাঁপতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো (বিওএম)। তবে এর প্রভাবে আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা।
×