ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিষ খেয়ে অভিমানী রিক্সাচালকের আত্মহত্যা

প্রকাশিত: ০০:৫৬, ১৫ অক্টোবর ২০২১

বিষ খেয়ে অভিমানী রিক্সাচালকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মাণ্ডায় এক রিক্সাচালক আত্মহত্যা করেছেন। এদিকে মিরপুরে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের যাত্রীর কাছ থেকে বিপুল ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া বঙ্গভবন এলাকায় যাত্রীবেশে রিক্সায় ওঠা ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক রিক্সাচালক গুরুতর আহত হয়েছেন। সূত্র জানায়, রাজধানীর মাণ্ডায় মোঃ আল আমিন হাওলাদার (২৬) নামে এক রিক্সাচালক আত্মহত্যা করেছে। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। মৃতের বড় বোন তানিয়া জানান, আল আমিনের ৮ ও ২ বছরের দুটি মেয়ে রয়েছে। তিনি জানান, ছেলে সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার সকালে এ নিয়ে ঝগড়া করে ভাবি আনজু বাপের বাড়ি চলে যায়। এতে অভিমান করে বিকেলে আল আমিন বিষপান করে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত ॥ রাজধানীর মিরপুরে সিএনজিচালিত অটোরিক্সা ধাক্কায় হামিদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের বোন মৌ আক্তার জানান, বোন হামিদা বেগম মিরপুর-২ এর রূপনগর আবাসিক এলাকায় থাকতেন। তিনি সেখানে রাইজিং গার্মেন্টসে চাকরি করতেন। বাস যাত্রীর কাছ থেকে ইয়াবা উদ্ধার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে মোঃ হাসিব হোসেন (২১) নামে এক যাত্রীর কাছ থেকে বিপুল ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিক্সাচালক আহত ॥ রাজধানীর বঙ্গভবন এলাকায় যাত্রীবেশে রিক্সায় ওঠা ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাজেদুল (২৫) নামে এক রিক্সাচালক গুরুতর আহত হয়েছেন।
×