ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুনরূপে আবদুল আলীমের গান

প্রকাশিত: ০০:২৬, ১৫ অক্টোবর ২০২১

নতুনরূপে আবদুল আলীমের গান

স্টাফ রিপোর্টার ॥ কিংবদন্তি লোকসঙ্গীতশিল্পী আবদুল আলীমের ‘পরের জায়গা পরের জমি’ গানটিকে নতুন রূপে তুলে ধরল জলের গান। এ গান এবার শোনা যাচ্ছে নতুন কণ্ঠ ও সঙ্গীতায়োজনে। গানটি নতুন আবহে নিয়ে এসেছে জলের গান। সম্প্রতি এটির স্টুডিও ভার্সনটি অবমুক্ত হয়েছে আইপিডিসি আমাদের গান নামের ইউটিউব চ্যানেলে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড জানায়, এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য দেশের সমৃদ্ধ লোকজ সঙ্গীতকে বিশ্বের সামনে তুলে ধরা। সে কারণেই কিংবদন্তি আবদুল আলীমের গানটি এবার নতুনভাবে নির্মাণ করা হয়েছে। ‘পরের জায়গা পরের জমি’র কথা ও সুর আরেক বরেণ্য সঙ্গীতশিল্পী আবদুল লতিফের। গানটি আবদুল আলীমের গলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। নতুনভাবে এর সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া, সার্বিক পরিকল্পনায় আছেন রাশিদ খান। এতে জলের গানের সদস্যরা অংশ নিয়েছেন। দলটি এর আগে একই আয়োজনে কবিয়াল রমেশ শীলের জনপ্রিয় গান ‘স্কুল খুইলাছে’ গেয়ে আলোচনায় আসে।
×