ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার রুবেল

প্রকাশিত: ২৩:৫৩, ১৫ অক্টোবর ২০২১

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার রুবেল

স্পোর্টস রিপোর্টার ॥ ৩ বছর আগে মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর দেশ-বিদেশে চিকিৎসা নিয়ে ক্রমেই সুস্থ হয়ে উঠছিলেন মোশাররফ হোসেন রুবেল। জাতীয় দলের হয়ে খেলা সাবেক এ ক্রিকেটার আবারও মাঠে ফেরার চিন্তাভাবনা করছিলেন। কিন্তু এর মধ্যেই আবার ভয়ানক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার প্রায় মাঝরাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়েছে। ৩৯ বছর বয়সী এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মূলত টানা কেমোথেরাপি নেয়াতে ইডিমা ও এপিলেপসিসে ভুগছেন বলে জানা গেছে। তিন বছর ধরে ব্রেইন টিউমারে ভুগছেন মোশাররফ রুবেল। দেশে ও বিদেশে চিকিৎসা নিয়ে আসছেন তিনি। রোগ নির্ণয় হওয়ার পর শুরুর দিকে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছেন রুবেল। অনেক অর্থ ব্যয় হওয়ায় একটা সময়ে নিজের ফ্ল্যাট বিক্রির কথাও জানান তিনি। কিন্তু পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিভিন্ন ক্রিকেটার রুবেলের চিকিৎসার খরচ বহনে এগিয়ে আসেন। ভালভাবেই চিকিৎসা চলেছে তার, উন্নতির লক্ষণও ছিল। তবে এ বছর জানুয়ারির শেষদিকে এমআরআই করিয়ে দেখা যায় পুরনো টিউমার আবার বাড়ছে। তাই আবার কেমোথেরাপি শুরু হয়। কিছুদিন আগে ২৪ নম্বর কেমোথেরাপি নেয়ার বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়েছিলেন। কিন্তু উন্নতি নেই, উল্টো অবনতি হয়েছে তার শারীরিক অবস্থার। বুধবার রাতে তাই রুবেলকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। জানা গেছে, মূলত টানা কেমোথেরাপি নেয়াতেই ইডিমা ও এপিলেপসিসে ভুগতে শুরু করেন মোশাররফ। তাই শারীরিক অবস্থার চরম অবনতিতে বাঁহাতি এ স্পিনিং অলরাউন্ডারকে নিতে হয় হাসপাতালে।
×