ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনী-মেরিনার্স

প্রকাশিত: ২৩:৫১, ১৫ অক্টোবর ২০২১

ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনী-মেরিনার্স

স্পোর্টস রিপোর্টার ॥ কথায় আছে, ব্যক্তির চেয়ে দল বড়। তবে বাংলাদেশের ঘরোয়া হকিতে প্রবাদটি যেন উল্টো। বিশেষ করে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেলায়। এর প্রমাণও তারা দিয়েছে বৃহস্পতিবার ‘গোঁয়ার্তুমি’ করে। অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে এক ম্যাচ নিষিদ্ধ এবং ৫০ হাজার টাকা জরিমানা বাতিল না করায় বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ওপর ‘গোস্বা’ করে ক্লাব কাপ হকি বর্জন করেছে সাদা-কালো শিবির। বৃহস্পতিবার সেমিফাইনালে খেলতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আসেনি তারা। ফলে বাইলজ মোতাবেক ওয়াকওভার পেয়ে ২-০ গোলে জয়ী হয়ে ফাইনালে পৌঁছে যায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। সেখানে তাদের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার অপর সেমিতে আবাহনী ৬-২ গোলে সোনালী ব্যাংক হারায়। বিজয়ী দলের বেলিমা¹া বাহারান ৩টি (সবই ফিল্ড গোল, ৭, ১৩ ও ৫৯ মিনিটে) গোল করেন। ১টি করে গোল করেন পুস্কর ক্ষিসা মিমো (ফিল্ড গোল, ১১ মিনিটে), নাইম উদ্দিন (পিসি গোল, ২০ মিনিটে), মেহরাব হোসেন সামিন (ফিল্ড গোল, ২৯ মিনিটে) ও খোরশেদুর রহমান (ফিল্ড গোল, ৫৬ মিনিটে)। বিজিত দলের মোহাম্মদ রকি দুটি ফিল্ড গোল করেন (১৬ ও ৪৭ মিনিটে)। আবাহনী-মেরিনারের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শনিবার, বিকেল ৩টায়। এটা নতুন ঘোষিত সময় (বাহফে আগে জানিয়েছিল ফাইনাল অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়)। এদিকে মোহামেডানের হকি ম্যানেজার আরিফুল হক প্রিন্স হুমকি দিয়েছেন, ‘বাহফে আমাদের দাবি না মানায় বৃহস্পতিবারের ক্লাব কাপ হকির সেমির ম্যাচ বর্জন করেছি। আসন্ন লীগও বর্জন করতে পারি আমরা!’ গত ১১ অক্টোবর পুলিশের বিপক্ষে ম্যাচে আম্পায়ার ইমতিয়াজ সুলতান সানিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রাসেল মাহমুদ জিমি। অভিযোগ রয়েছে, আম্পায়ারকে লাঞ্ছিত করা ছাড়াও জিমি ধাক্কা দেন পুলিশ স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক কাঞ্চন মিয়াকে, গলা চেপে ধরেন ডিফেন্ডার শাওন তিগ্যাকে। তর্ক জুড়ে দেন পুলিশ হকি দলের ম্যানেজার ও পুলিশ কর্মকর্তা রাকিব হোসেন ভূঁইয়ার সঙ্গেও। পরে লীগ কমিটির সভায় জিমিকে এক ম্যাচ নিষিদ্ধ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ প্রসঙ্গে মোহামেডানের ম্যানেজার প্রিন্স বলেন, ‘বুধবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছিলাম ফেডারেশনে। কিন্তু তারা তা করেনি। ১০ ম্যাচ নিষিদ্ধ হওয়া আম্পায়ার সানিকে লাঞ্ছিত করার অভিযোগে কিভাবে জিমিকে শাস্তি দেয়া হলো, বুঝলাম না। আসলে মোহামেডানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই আমরা ক্লাব কাপ বর্জন করেছি এবং প্রিমিয়ার লীগে না খেলার সম্ভাবনাও রয়েছে।’
×