ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ৬৬ পদাতিক ডিভিশনের মেডিকেল ইকুয়িপমেন্ট প্রদান

প্রকাশিত: ২০:৪৭, ১৪ অক্টোবর ২০২১

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ৬৬ পদাতিক ডিভিশনের মেডিকেল ইকুয়িপমেন্ট প্রদান

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ করোনাকালীন মহামারীর সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মেডিকেল ইকুয়িপমেন্ট (পালস অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক) হস্থান্তর করা হয়। রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের মেজর শামীম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকনকে আনুষ্ঠানিকভাবে এসব মালামাল হস্তান্তর করেন। এসময় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীসহ প্্িরন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেজর শামীম বলেন, হাসপাতালে প্রদানকৃত মেডিকেল ইকুয়েপমেন্টগুলো কর্তৃপক্ষ যথাযথ ব্যবহার ও বিরতণ নিশ্চিত করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা মহামারীসহ যে কোন বিপর্যয়ে সেনাবাহিনী হাত বাড়িয়ে দেবে।
×