ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২০:২৭, ১৪ অক্টোবর ২০২১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ বৃহস্পতিবার সকালে ভেদরগঞ্জ উপজেলার চরভাগায় পাইক বাড়ি আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে সখিপুর থানাধীন ৪১ জনকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন। ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ ত্রাণ বিতরণের সময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, কো-সেক্রেটারি ইপসিতা আশরাফী হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।
×