ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার জাজিরায় ৩৪ জেলের জেল-জরিমানা

প্রকাশিত: ২০:১৮, ১৪ অক্টোবর ২০২১

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার জাজিরায় ৩৪ জেলের জেল-জরিমানা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের চেষ্টাকালে বৃহস্পতিবার ভোরে শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ, মৎস্য বিভাগ, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টিম পদ্মা নদীতে অভিযান চালিয়ে মোট ৩৪ জন জেলেকে আটক করেছে। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ৩৩জন জেলের প্রত্যেককে ১৫ দিন বিনাশ্রম কারাদ- এবং একজনকে ২০ হাজার টাকা অর্থদন্ড সাজা প্রদান করেছেন। জাজিরা উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয়েছে ৪ অক্টোবর প্রথম প্রহর থেকে। আগামী ২২ দিন পযর্ন্ত থাকবে ইলিশ প্রজনন মৌসুমের মেয়াদ। ২২ দিনই চলবে নদীতে প্রশাসনের অভিযান। এদিকে নড়িয়া উপজেলার চন্ডিপুর, সুরেশ্বর ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের তারাবুনিয়া ও গৌরাঙ্গবাজারের আশেপাশে ইলিশ মাছ কেনা-বেচা হচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। এছাড়াও গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি, মাছুয়াখালী ও আবুপুর ফেরিঘাটে সন্ধ্যায় ও ভোরে ইলিশের হাট বসে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
×