ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মঠবাড়িয়ায় ‘মা’ ইলিস রক্ষায় বলেশ্বর নদীতে প্রশাসনের অভিযান

প্রকাশিত: ২০:১৬, ১৪ অক্টোবর ২০২১

মঠবাড়িয়ায় ‘মা’ ইলিস রক্ষায় বলেশ্বর নদীতে প্রশাসনের অভিযান

সংবাদদাতা, মঠবাড়িয়া (পিরোজপুর) ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘মা ইলিশ রক্ষায় অবরোধ কালীন’ উপকূলীয় বলেশ্বর নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত বলেশ^র নদীর তুষখালী থেকে খেুাছিড়া পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার জাল জব্দ করেছেন প্রশাসন। এ অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন, পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খ্য়ারুল ইসলাম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, এএসআই বাবুল শরীফ প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় মঠবাড়িয়ায় বলেশ^র নদীর তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত গত ৪ অক্টোবর থেকে বিরতিহীন অভিযান চলমান রয়েছে। জব্দকৃত জাল রাতেই নদীর পাড়ে নির্বাহী ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান চলমমান থাকবে।
×