ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলীকদম-থানচি সড়কে জিপ উল্টে একজন নিহত, আহত ১৩

প্রকাশিত: ২০:০৮, ১৪ অক্টোবর ২০২১

আলীকদম-থানচি সড়কে জিপ উল্টে একজন নিহত, আহত ১৩

অনলাইন রিপোর্টার ॥ বান্দরবানের আলীকদম-থানচি সড়কে জিপ গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। আহতরা হলেন, এরশাদ মিয়া (২৩), শহীদুল্লাহ (২৪), শাহাদাত (২৫), আয়াত উল্লাহ (১৭), আবদুল্লাহ (২০), আরিফ (২০), আশিক উল্লাহ (১৭) ও তানজীম (২৫)। তাদের সবার বাড়ি কক্সবাজারের রামুতে। নিহত ব্যক্তিসহ বাকি দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে থানচি আলীকদম সড়কের ১৮ কিলোমিটার নামক এলাকাস্থ ঢালু সড়কে জিপ গাড়ি ব্র্যাকফেল হয়ে উল্টে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদমে নিয়ে যায়। আলীকদম থেকে তাদের চট্টগ্রাম পাঠানো হয়। চট্টগ্রাম নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। থানচি থানা পুলিশের এসআই মো. আমান জানান, দুর্ঘটনায় আহতসহ ২০ জনকে উদ্ধার করে আলীকদম নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন। এছাড়া আহত চালক ও হেলপারকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
×