ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এই জনপদের মানুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে না ॥ চীফ হুইপ

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ অক্টোবর ২০২১

এই জনপদের মানুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে না ॥ চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, ‘আগামীতে হয়তো শিবচর তথা এই জনপদের মানুষকে উন্নত চিকিৎসা সেবার জন্য আর ঢাকা যেতে হবে না।’ তিনি বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা সদরে গণ-উন্নয়ন সববায় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন শেষে হসপিটালের বিভিন্ন দিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। হাসপাতালের নামফলক উন্মোচনের পর মোনাজাত শেষে হাসপাতলের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করে চীফ হুইপ আরো বলেন, ‘আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও ডিজটাল ল্যাব, আধুনিক এক্স-রে, আলট্রাসনোগ্রাম, আধুনিকমানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্যায় মানসম্মত ইউনিটগুলো আধুনিকমানের। এতে শিবচরের মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো। হাসপাতলটিতে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থাসহ ২টি লিফট, ২৪ ঘন্টা ফার্মেসী ও নিজস্ব এ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে এ কার্যক্রম ত্রুটিমুক্তভাবে চলমান থাকলে আগামীতে হয়তো শিবচর তথা অত্র জনপদের মানুষদের উন্নতসেবা গ্রহণের জন্য ঢাকা যেতে হবে না।’ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাশেম মিয়া বলেন, ‘শিবচরের সর্বস্তরের মানুষকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আমরা আরো উন্নতমানের সেবা প্রদান করতে সক্ষম হবো। এই হসপিটালে ২০ শয্যা রয়েছে। এর মধ্যে ২টি ভিআইপি কেবিন, ৪টি সাধারণ কেবিন, মহিলা ওয়ার্ডে ৮টি ও পুরুষ ওয়ার্ডে ৬টি উন্নতমানের শয্যা রয়েছে। দুঃস্থ ও অসহায় গরীব রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, শিবচর পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, গণ-উন্নয়ন সববায় হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাশেম মিয়া, গণমাধ্যম কর্মীসহ শিবচরের গণমান্য ব্যক্তিবর্গ।
×