ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর নেই ॥ ভারতীয় ডেপুটি হাই কমিশনার

প্রকাশিত: ১৫:৫৩, ১৪ অক্টোবর ২০২১

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর নেই ॥ ভারতীয় ডেপুটি হাই কমিশনার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ খুলনাস্থ ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। বাংলোদেশ ভারত শুধু বন্ধু নয়, যেন একই মায়ের দুই সন্তান। সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে তিনি বুধবার রাতে কুয়াকাটায় রাধাকৃষ্ণ পুজা মন্ডপ পরিদর্শণ করেন। এসময় তিনি পুজামন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত পুলিশ প্রশাসনের প্রশংসা করেন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করে সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সংক্ষিপ্ত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান। অন্যান্যের মধ্যে ডেপুটি হাই কমিশনারের স্ত্রী নন্দিতা রায়না, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মুরসালিন আহমেদ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
×