ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলের কালাইয়া-নওমালা ও লোহালিয়া সড়কের বেহাল অবস্থা

প্রকাশিত: ১৫:৪১, ১৪ অক্টোবর ২০২১

বাউফলের কালাইয়া-নওমালা ও লোহালিয়া সড়কের বেহাল অবস্থা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ॥ কালাইয়া-নওমালা ও লোহালিয়া সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে । এসড়ক দিয়ে প্রতিদিন বাউফল ও দশমিনা উপজেলার কয়েক হাজার মানুষ পটুয়াখালী জেলা শহরে যাতায়ত করেন। সড়কটির ভাংঙ্গা ব্রিজ, সিদ্দিকের বাজার, আশুরির হাট, মিলঘর ও কাশিপুর বাধ এলাকায় খানাখন্দে পরিণত হয়েছে। কার্পেটিং উঠে গিয়ে কাদামাটিতে একাকার হয়ে গেছে। সড়কটি দেখলে মনে হয় চাষ করা হয়েছে। সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করতে গিয়ে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় এই সড়কটি নির্মিত হয়। স্থানীয়রা সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
×