ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধর্মীয় সম্প্রীতিতে পৃথিবীতে দৃষ্টান্ত বাংলাদেশ ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৩:৫৭, ১৪ অক্টোবর ২০২১

ধর্মীয় সম্প্রীতিতে পৃথিবীতে দৃষ্টান্ত বাংলাদেশ ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ধর্মীয় সম্প্রীতে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উৎযাপন করতে কিছুটা ব্যত্যয় হয়েছে। বর্তমানে আর কোন সমস্যা নেই। আমরা একে অপরের ভাই-বোন হয়ে থাকতে চাই। আমরা পৃথিবীর বুকে ধর্মীয় সম্প্রীতে দৃষ্টান্ত ছড়িয়ে দিতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে. সকল ধর্মের মানুষ এক সুতোয় আবদ্ধ থাকবে। বুধবার রাতে বাঘার আড়ানী খ্যাপা বাবার আশ্রমে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বজনীন শারদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বাঘার নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্ডপসহ বেশ কিছু মন্দির পরিদর্শন করেন। আড়ানী সরকারি মনোমহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাসের সঞ্চালনা ও পূজা উৎযাপন কমিটির সভাপতি হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, খ্যাপাবাবার আশ্রম ইতিহাসের একটি অংশ। সারাদেশে যত মন্দির রয়েছে তার মধ্যে শ্রী কৃষ্ণ খ্যাপাবাবার আশ্রম দীর্ঘকাল ধরে ঐতিহ্য বহন করে চলেছে। এরআগে শ্রী সুজিত কুমার পান্ডের সভাপতিত্বে বাঘা সদরে অবস্থিত নারায়নপুর সার্বজনীন কেন্দ্রিয় পূজা মন্ডপে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে দীপ্ত পায়ে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে বাংলাদেশকে সোনার বাংলা গড়তে আর খুব বেশিদিন সময় লাগবেনা। তিনি সোনার বাংলা গড়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, এখন থেকে দুর্বলকে শক্তি যোগাতে হবে, ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে, পিছিয়ে পড়া মানুষদের সহায়তার করতে হবে। এরদশে কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ১৯৬ কোভিড-১৯ আক্রান্ত দেশের মধ্যে করোনা মোকাবেলায় সুনাম অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অন্যান্যদের মধ্যে বাঘা উপজেলার নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
×