ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুর রামগঞ্জে পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৩:২৫, ১৪ অক্টোবর ২০২১

লক্ষ্মীপুর রামগঞ্জে পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রামগঞ্জের করপাড়া, নোয়াগাঁও, ব্রহ্ম্যপাড়া, সোনাপুর, হরিসসভা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, লক্ষ্মীপুর-১ আসন (রামগঞ্জ) স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এ সময় তাঁর সাথে ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা প্রমুখ। বুধবার রাত পর্যন্ত দুই দিনে উপজেলার করপাড়া, নোয়াগাঁও, পৌর এলাকাসহ বিভিন্নস্থানে প্রায় চার হাজার লোকের মাঝে এ উপহার তুলে দেয়া হয়। এ সব খাদ্য সামগ্রীর মাঝে ছিলো ১০ কেজি চাউল, এক কেজি চিনি, এক কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, সেমাইসহ ১০টি দ্রব্য সামগ্রী। অপরদিকে জেলা প্রশাসন ও ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে মোট ৭৮টি মন্ডপের প্রত্যেকটি মন্ডপে এক মে.টন করে চাল বরাদ্ধ দেয়া হয়। এদিকে মন্ডপ সমুহে যে কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, আমর্স আন্সার ব্যাটালিয়নসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটি মন্ডপে শান্তিপূর্ণ সহমর্মিতা বজায় রাখার জন্য জনগণের প্রতি আহবান জানান সাংসদ ডা. আনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এ সময় দলীয় তাদের সাথে নেতাকর্মীসহ অন্যান্য পূজারীগণ উপস্থিত ছিলেন। তবে জেলায় এ পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আগামীকল শুক্রবার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের বছরের সেরা দুর্গাপূজা উৎসব।
×