ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে এমপি বাবেলের পূজামন্ডপ পরিদর্শন

প্রকাশিত: ১২:৫১, ১৪ অক্টোবর ২০২১

গফরগাঁওয়ে এমপি বাবেলের পূজামন্ডপ পরিদর্শন

নিজস্ব সংবাদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপি পৌর শহরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। বুধবার রাতে এ পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে পূজা মন্ডপে কর্মকর্তাদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন। জানা যায়, হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অধিবাসের মধ্য দিয়ে সোমবার শুরু হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে গত বছর দর্শনার্থীদের উপস্থিতি ছিল না। এ বছর হিন্দু, মুসলিম মিলে উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালন করছেন। গফরগাঁও পৌরশহর সহ উপজেলার ১৭টি মন্দিরে দূর্গা উৎসব চলছে। বুধবার রাতে পৌর শহরে শ্রী শ্রী মঙ্গল চন্ডী যুব সংঘ, সনাতন যুব সংঘ, শ্রী শ্রী জয় মা যুব সংঘ দূর্গা মন্দির পরিদর্শন করেন গফরগাঁওয়ের ময়মনসিংহ-১০ এমপি ফাহ্মী গোলন্দাজ বাবেল। পরে এক মতবিনিময় সভায় বিভিন্ন মন্দিরে কর্মকর্তাদের কাছে ব্যক্তিগতভাবে অর্থনীতিক সহায়তা করেন এমপি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপি। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, গফরগাঁও থানার ওসি ওমর ফারুক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় এমপি বাবেল বলেন, একটি মহল ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব। যাতে কোন অশুভ শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে।
×