ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ও বৃদ্ধাসহ নিহত ১১, আহত সাত

প্রকাশিত: ২৩:১৯, ১৪ অক্টোবর ২০২১

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ও বৃদ্ধাসহ নিহত ১১, আহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং সাতজন আহত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যসহ দুজন, নীলফামারীতে গাড়ির চাকা ফেটে বৃদ্ধা, দিনাজপুরে মোটরসাইকেল আরোহী, মাদারীপুরে পিকআপ চালক এবং বরিশালে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। মঙ্গলবার রাত ও বুধবার এসব দুর্ঘটনা ঘটে। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন অপর একটি মোটরসাইকেলের আরও দুই আরোহী। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের মনবেগ-নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুরের নাজিরপুরে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মশিউর রহমান রাজিব (৪০) ও অটোচালক রাকিব (১৭)। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
×