ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভিনেগার শুঁকলে করোনা নিরাময়ের দাবি মিথ্যা

প্রকাশিত: ২৩:১৮, ১৪ অক্টোবর ২০২১

ভিনেগার শুঁকলে করোনা নিরাময়ের দাবি মিথ্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ কয়েকটি সামাজিক মাধ্যমে ভাইরাল এক পোস্টে দাবি করা হয়েছে, ভিনেগার শুঁকলে করোনার উপসর্গ থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলতি বছরের ২১ আগস্ট ফেসবুকে মালয় ভাষায় এমন একটি পোস্ট প্রকাশিত হয়। পোস্টটির অংশবিশেষ বাংলা অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, ‘বন্ধুদের বলতে চাই, করোনায় আক্রান্ত হলেই আগে হাসপাতালে যাবেন না। বরং সম্ভব হলে বাড়িতে বসে ঘরোয়া পথ্যে এটি সারানোর চেষ্টা করুন’। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ দাবি ডাহা মিথ্যা। কুয়ালালামপুরের প্রখ্যাত চিকিৎসক হেলমি হাজা মাইদিন বলেন, বরং এমন পথ্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসুস্থতা আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৫৪১ জন। মৃত্যু ৪৮ লাখ ৮৪ হাজার ২৬৫ জন। সুস্থ হয়েছে ২১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৪৪০ জন। খবর ওয়েবসাইট ও ওয়াল্ডোমিটার্সের।
×