ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ মনোনয়নপত্র জমা দেবেন শেরীফা কাদের

প্রকাশিত: ২৩:১৭, ১৪ অক্টোবর ২০২১

আজ মনোনয়নপত্র জমা দেবেন শেরীফা কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের শূন্য সংরক্ষিত মহিলা আসনে (৪৫) জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি শেরীফা কাদের। তিনি দলটির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী। আজ বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। তাই এ আসনটি আবার জাতীয় পার্টিই পাচ্ছে। বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে শেরীফা কাদের মনোনয়নপত্র জমা দেবেন। অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন।
×