ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাসপাতালে ভর্তি আরও ২১১ ডেঙ্গু রোগী

প্রকাশিত: ২৩:১৭, ১৪ অক্টোবর ২০২১

হাসপাতালে ভর্তি আরও ২১১ ডেঙ্গু রোগী

স্টাফ রিপোর্টার ॥ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১১ জন। এর মধ্যে ঢাকায় ১৬৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১৮২ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ৯২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৬৬ জন এবং অন্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬২ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ বছর ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৭২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৯ হাজার ৭১৯ জন। আর মারা গেছেন ৮২ জন। মারা যাওয়া ৮০ জনের মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে, সেপ্টেম্বরে ২৩ জন এবং এ মাসে ১৩ অক্টোবর পর্যন্ত ১৩ জন।
×