ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ দিয়ে স্ত্রী হত্যা স্বামীর ‘বিরল’ যাবজ্জীবন

প্রকাশিত: ২৩:১৬, ১৪ অক্টোবর ২০২১

সাপ দিয়ে স্ত্রী হত্যা স্বামীর ‘বিরল’ যাবজ্জীবন

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে কোবরা লেলিয়ে দিয়ে স্ত্রী হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় এক ব্যক্তিকে ‘বিরল’ অর্থাৎ দুবারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। সুরাজ কুমার নামের ওই ব্যক্তিকে গত বছর গ্রেফতার করে দেশটির পুলিশ। ওই ব্যক্তি তার স্ত্রী উথরাকে একটি কোবরা লেলিয়ে দিয়েছিলেন। পরে কোবরার কামড়ে প্রাণ যায় উথরার।- খবর বিবিসি অনলাইনের। উথরার পরিবার তার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করায় পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ বলছে, যৌতুকের জন্য ওই নারীর পরিবারকে হয়রানি করতেন সুরাজ। সোমবার দেশটির আদালত সুরাজকে দোষী সাব্যস্ত করেন। আদালত বলেছেন, উথরা ঘুমিয়ে থাকায় তার বিছানায় একটি কোবরা ছেড়ে দিয়েছিলেন সুরাজ। গত বছরের মে মাসে ২৫ বছর বয়সী গৃহিণী উথরাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর এক সপ্তাহ আগে উথরাকে রাসেল ভাইপার কামড় দিয়েছিল; এ কারণে তার পরিবার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে। এর আগেও উথরাকে সাপে কামড়ায়। পুলিশ বলছে, সাপের দুই কামড়ের সঙ্গে সুরাজের জড়িত থাকার প্রমাণ মিলেছে। সাপ সংগ্রহে সহায়তা করার অভিযোগে সুরাজের এক সঙ্গীকেও গ্রেফতার করে পুলিশ। পরে তার সহায়তায় পুলিশ মামলার তদন্ত কাজ এগিয়ে নেয়। আইনজীবীরা এই ঘটনাকে ‘বিরলতম’ বলে উল্লেখ করে অভিযুক্তের মৃত্যুদণ্ডের সাজার আবেদন করেছিলেন। আদালতও এই ঘটনাকে ‘বিরল’ বলে আইনজীবীদের সঙ্গে একমত পোষণ করেছেন এবং অভিযুক্ত সুরাজকে দুবারের যাবজ্জীবন সাজা দিয়েছেন।
×