ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস ও সিপিপির সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রকাশিত: ২২:০০, ১৩ অক্টোবর ২০২১

পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস ও সিপিপির সুবর্ণ জয়ন্তী উদযাপন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস ও দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। আজ সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি" প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কমিউনিটি ভলান্টিয়ার, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের ভলান্টিয়ারদের যৌথ অংশ্রহণে ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস ও অগ্নিকান্ডের উপর সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ সব সভায় বক্তারা বলেন, দূর্যোগঝুঁকিপূর্ন এলাকার সাধারণ মানুষেদেরকে আমরা সম্মিলিত ভাবে জনশক্তিতে রূপান্তর করতে হবে। কারন তারই যেন তারা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে পারে।
×