ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শায়েস্তাগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ২১:৩০, ১৩ অক্টোবর ২০২১

শায়েস্তাগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উৎযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ সরদার। বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম, জাতীয় সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ। উপস্থিত ছিলেন- বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, আলী হায়দার সেলিম, সোয়েব আহমেদ, হালিমা খাতুনসহ স্কাউটস দলের টিম। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সচেতনতামূলক মহড়ার আয়োজন করে।
×