ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমোহনে নিজের বাল্যবিবাহ রুখতে থানায় হাজির মাদ্রাসাছাত্রী

প্রকাশিত: ১৯:২১, ১৩ অক্টোবর ২০২১

লালমোহনে নিজের বাল্যবিবাহ রুখতে থানায় হাজির মাদ্রাসাছাত্রী

অনলাইন রিপোর্টার ॥ ভোলার লালমোহন উপজেলায় নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসে মা-বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে এক মাদ্রাসাছাত্রী। পরিবারের সদস্যদের একাধিকবার বুঝিয়েও বিয়ের আয়োজন বন্ধ করতে না পেরে এ উদ্যোগ নিতে হয়েছে তাকে, এমনটা জানা যায় এজাহার থেকে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে লালমোহন পৌরসভার নয়ানীগ্রাম এলাকার মো. আজাদের মেয়ে। সে স্থানীয় সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, ওই ছাত্রীকে না জানিয়ে তার মা-বাবা বিয়ের আয়োজন করে। কিন্তু সে তাদের বোঝানোর চেষ্টা করে যে এটা বাল্যবিবাহ আর সে রাজি না। এতে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। পরে একপ্রকার বাধ্য হয়ে নিজের বিয়ে রুখতে লালমোহন থানায় পুলিশের শরণাপন্ন হয় সে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ সত্যতা নিশ্চি করে জানান, ওই মাদ্রাসার ছাত্রী তার নিজের বাল্যবিবাহ বন্ধ করতে থানায় অভিযোগ করে। তার অভিযোগ পেয়ে তার বাবা-মাকে ডেকে এনে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, পরিবারের লোকদের মুচলেকা নিয়ে তাদের কাছে সাফিয়াকে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সাফিনার পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ওসি।
×