ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে চলন্ত ট্রেনের নীচে শিশু সন্তানসহ ঝাঁপিয়ে পড়ে মায়ের মৃত্যু, সন্তান আহত

প্রকাশিত: ১৭:৫০, ১৩ অক্টোবর ২০২১

শ্রীপুরে চলন্ত ট্রেনের নীচে শিশু সন্তানসহ ঝাঁপিয়ে পড়ে মায়ের মৃত্যু, সন্তান আহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে শ্রীপুরের কাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম- নাদিরা খাতুন (২৫)। তিনি নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন কাকৈগড়া ইউনিয়নের বড় বাট্টা এলাকার শান্ত মিয়ার মেয়ে। জয়দেবপুর রেলওয়ে ষ্টেশন পুলিশ ক্যাম্পের এসআই মোঃ শহিদুল্লাহ এ তথ্য জানিয়েছেন। রেলওয়ে পুলিশের এসআই মোঃ শহিদুল্লাহ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার সকাল ৭টার দিকে শ্রীপুর রেলষ্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের কাটাপুল এলাকায় ৯মাস বয়সের কণ্যা সন্তানকে নিয়ে এক নারী (২৫) ঢাকা থেকে নেত্রকোনার জারিয়াগামী চলন্ত ট্রেন বলাকা এক্সপ্রেসের নীচে ঝাঁপ দেয়। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত এবং তার সন্তানটি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায় নি। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিকেলে নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
×