ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৬:২৫, ১৩ অক্টোবর ২০২১

নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহা অষ্টমী তিথিতে বুধবার দুপুর ১২টায় নওগাঁয় ৩৫০ জন অসহায় ও গরীব মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শহরের পার নওগাঁস্থ ‘নয়া দিগন্ত হিন্দু কল্যাণ সংস্থা’ চত্বরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত হিন্দু কল্যাণ সংস্থার সভাপতি বিমান কুমার রায়ের নিজ উদ্যোগে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নয়া দিগন্ত হিন্দু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মানিক কুমার রায়সহ অন্যরা। এসময় বিমান কুমার রায় বলেন, জননেত্রী শেখ হাসিনার সুশাসনের কারণে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে খ্যাতি পেয়েছে। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সবার সাথে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের আজকের এই শাড়ি ও লুঙ্গি বিতরন অনুষ্ঠান। সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য। আমাদের সামান্য সহযোগীতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটবে এটিই আমাদের প্রত্যাশা।
×