ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেকুয়ায় পাঁচ কিলোমিটার সড়কের তিন কিলোমিটার বিলীন

প্রকাশিত: ১৬:১১, ১৩ অক্টোবর ২০২১

পেকুয়ায় পাঁচ কিলোমিটার সড়কের তিন কিলোমিটার বিলীন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/ সংবাদদাতা, পেকুয়া ॥ কাগজে-কলমে পেকুয়া মগনামা হাই স্কুল সড়কটির দূরত্ব মুহুরীপাড়া স্টেশন থেকে বাইন্যাঘোনা পর্যন্ত পাঁচ কিলোমিটার। মাঝখানের তিন কিলোমিটার সড়ক বিলীন হয়ে মিলিয়ে গেছে লবণ মাঠের সঙ্গে। অবশিষ্ট মুহুরীপাড়া অংশের দেড় কিলোমিটার আর বাইন্যাঘোনা অংশের ৫০০ মিটার সড়ক সংস্কার নেই ২৯ বছর ধরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন সড়কটিতে সর্বশেষ ইট বিছানো হয়েছিল ১৯৯২ সালে। এরপর গত ২৯ বছরে সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয় লোকজন ইচ্ছেমতো দখল করে ঘেরা-বেড়া দিয়েছে। এসব স্থানে সড়কের প্রস্থ আট ফুট হয়ে গেছে। সড়ক দখলমুক্ত করে দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী বলেন, মুহুরীপাড়া সড়ক নিয়ে এক মাস আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে আমার কথা হয়েছে।এরপর তিনি তাৎক্ষনিক কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে সড়কটির চাহিদাপত্র পাঠানোর নির্দেশ দেন। আশা রাখছি অল্পদিনের মধ্যে সড়কটির উন্নয়নকাজ শুরু হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম বলেন, দেড় মাস আগে মুহুরীপাড়া সড়কের এক হাজার ১০০ মিটার সড়কে এইচবিবি (দুই স্তরের ইট বিছানো) দ্বারা উন্নয়নের জন্য অন্তত ৯৬ লাখ টাকা চাওয়া হয়েছে। শীঘ্রই এ সড়কের কাজ শুরু হতে পারে।
×