ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরে দুর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রকাশিত: ১৩:০৬, ১৩ অক্টোবর ২০২১

কেশবপুরে দুর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ দুর্গাপূজা উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাগরদাঁড়ির মধুসূদন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ উপভোগ করার জন্য নদের দু’পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি টেলিভিশন, ২৪ ইঞ্চি টেলিভিশন ও মোবাইল সেট বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমুখ। সাগরদাঁড়ির মধুসূদন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি দল অংশ নেন। কপোতাক্ষ নদের চিংড়া নামক স্থান থেকে সাগরদাঁড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে তালা উপজেলার ধানদিয়া মালোপাড়া দল, দ্বিতীয় স্থান অধিকার করে সাগরদাঁড়ি মালোপাড়া দল এবং তৃতীয় স্থান অধিকার করে গোপসেনা মালোপাড়া দল। নৌকা বাইচের আয়োজক ও মধুসূদন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুভাষ চন্দ্র দেবনাথ জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এবং গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে মানুষকে আনন্দ দিতেই এই আয়োজন করা হয়েছে।
×