ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত, বর কনেসহ আহত ৩

প্রকাশিত: ১২:১০, ১৩ অক্টোবর ২০২১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত, বর কনেসহ আহত ৩

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পেছনের চাকা ফেটে প্রাইভেটকারের যাত্রী এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া ওই গাড়ীতে থাকা বর কনেসহ তিন জন আহত হয়েছে। আজ বুধবার ভোরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার রংপুর সড়কের বড়ভিটা বাজার এলাকায়। নিহত বৃদ্ধা জেলার জলঢাকা উপজেলার নেকবক্ত কুঠিপাড়া গ্রামের সামসুল হকের স্ত্রী কনের দাদির মোহসেনা বেগম (৬৫)। আহতদের কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কিশোরীগঞ্জ উপজেলার কেশবা গ্রামের বুদা মাহমুদের ছেলে আলিমুল হক(২৩) বরযাত্রী সহ বিয়ে করতে যায় পার্শ্ববতী জলঢাকা উপজেলার নেকবক্ত কুঠিপাড়া গ্রামে। সেখানে সোহরাব হোসেন এর মেয়ে আফিয়া বেগম(১৯) সাথে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার ভোরে কনেকে নিয়ে বাড়ি ফিরছিল। একটি প্রাইভেটকারে বর কনে ও কনের দাদী মোহসেনা বেগম(৬৫) ও নানী জোবেদা বেগম(৬৭) দানি বুড়ি হিসাবে কনের সাথে নাতীজামাইয়ের বাড়ি আসছিল। পথে জলঢাকা-কিশোরীগঞ্জ রংপুর সড়কের বড়ভিটা বাজার এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেটকারটির পেছনের ডান দিকের চাকা ফেটে গেলে গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। অন্য গাড়ীর বরযাত্রীরা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে কনের দাদী মোহসেনা বেগম এর মৃত্যু হয়। বর-কনে ও কনের নানী নেকবক্ত কুঠিপাড়া গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী জোবেদা বেগম চিকিৎসাধীন রয়েছে। কিশোরীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, প্রাইভেট কারটি আটক করা হয়েছে। ঘটনার সময় চালক নাঈম (২৫) পালিয়ে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
×