ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার জি-২০ নেতাদের

প্রকাশিত: ১০:৫১, ১৩ অক্টোবর ২০২১

আফগানিস্তানে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার জি-২০ নেতাদের

অনলাইন ডেস্ক ॥ তালেবানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন করে সঙ্কটে পড়া আফগানিস্তানে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার এসেছে বিশ্বের প্রধান ২০টি অর্থনীতির জোট জি২০ নেতাদের তরফ থেকে। মঙ্গলবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠক গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ নেতারা এই অঙ্গীকার করেন। বুধবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসি। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সভাপতিত্বে বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জি-২০ জোটভুক্ত ইউরোপিয়ান দেশগুলোর নেতারা অংশ নেন। ভার্চুয়াল এই বৈঠকে আফগান অর্থনীতিতে বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে কোটি কোটি ডলার সহায়তা দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। এছাড়া তালেবানকে স্বীকৃতি না দিয়েই আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাতেও একমত হন জি-২০ নেতারা। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে আফগানিস্তানের মানুষের জন্য সাহায্য পাঠাতে হবে। ওই সহায়তা সরাসরি ক্ষমতাসীন তালেবানের কাছে যাবে না। অন্যদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, আফগানিস্তানকে ‘বিশৃঙ্খলতায় ডুবে’ যেতে দেওয়া ঠিক হবে না। গত আগস্ট মাসে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়া আফগানিস্তানকে কিভাবে অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনার লক্ষ্যে মঙ্গলবার জি-২০ নেতাদের ভার্চুয়াল বৈঠকে তারা একথা বলেন। বিবিসি বলছে, আফগানিস্তানে এখন যে পরিমাণ বৈদেশিক সহায়তা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সেসব অর্থ কেবল জরুরি খাবার ও ওষুধ দেওয়ার কাজেই ব্যবহার করা হচ্ছে।
×