ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লন্ডনে আইয়ুব বাচ্চুর নামে গাড়ির নাম্বার

প্রকাশিত: ১৯:৩১, ১২ অক্টোবর ২০২১

লন্ডনে আইয়ুব বাচ্চুর নামে গাড়ির নাম্বার

অনলাইন ডেস্ক ॥ আইয়ুব বাচ্চুর ভক্ত নাম মঈনুল ওয়াদুদ (সুমন)। তিনি লন্ডনেই থাকেন। ব্যান্ড এলআরবি আর আইয়ুব বাচ্চু দুটি নামই একে অপরের পরিপূরক। আইয়ুব বাচ্চুর সুরে ও এলআরবির মূর্ছনায় এখনও বুঁদ হয়ে থাকেন ভক্তরা। এবার তাদেরই একজনের ভালোবাসার নজির দেখলেন লন্ডন প্রবাসীরা। গিটার জাদুকরের নামে গাড়ির নেমপ্লেট নিবন্ধন করেছেন এক ভক্ত। সেখানে লেখা, ‘AB 62 LRB’। এবি মানে- আইয়ুব বাচ্চু, ৬২- তার জন্ম সাল এবং ব্যান্ড এলআরবি। সুমনের বড় ভাই মোহাম্মদ সাইফুল ওয়াদুদ বলেন, ‘লন্ডনে তার গাড়িতে যখনই উঠি, আইয়ুব বাচ্চুর গান কিংবা জ্যামিং অনবরত শুনি। দেশে থাকতে অনেক আগে সুমন একবার আইয়ুব বাচ্চুর নাম্বারে কল দিয়েছিল। তবে উনার কণ্ঠ শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়ে। কথা বলতে পারেনি। সাহস করে কথা বলতে না পেরেও আইয়ুব বাচ্চুর সুর তার মনে কতটা গভীর হয়েছিল, তা এই গাড়ির নম্বর দেখলে বোঝা যায়।’ তিনি জানান, এমন মনমতো নম্বর পেতে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। কিন্তু আইয়ুব বাচ্চুর সম্মান সুমনের কাছে অনেক মূল্যবান। তাই তিনি এটা করেছেন। আইয়ুব বাচ্চুর ফ্যান ক্লাবের ফেসবুক গ্রুপে ছবিসহ এসব তথ্য জানান সুমনের বড় ভাই সাইফুল।
×