ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৮, ১২ অক্টোবর ২০২১

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনার মদনে শোবার ঘর থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় থানা-পুলিশ তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকে স্বামী নান্দু মীর (৫৫) তার স্ত্রী হিমা আক্তারকে (৪৬) ছুরিকাঘাতে হত্যার পর তিনি নিজে আত্মহত্যা করেছেন। সোমবার রাত ১১টার পর থেকে আজ মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার মধ্যে যে কোন এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। নান্দু মীর বালালী গ্রামের মৃত শামছু মীরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। তাদের দাম্পত্য জীবনে সাত বছরের এক ছেলে ও পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। জানা গেছে, নান্দু মীরের সঙ্গে তার স্ত্রী হিমা আক্তারের দাম্পত্য কলহ চলছিল। সোমবার রাত ১০টার দিকে তারা খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমাতে যান। মঙ্গলবার সকাল ছয়টার দিকে স্থানীয় এক ব্যক্তি নান্দু মীরের বাড়িতে এসে তাকে ডাকতে শুরু করেন। কিন্তু সাড়া না পেয়ে তিনি ঘরের দরজায় ধাক্কা দেন। পরে ছেলেটি জেগে ওঠে মায়ের রক্তাক্ত মৃতদেহ ঘরের মেঝে ও বাবার লাশ আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে মদন থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে। নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়মনসিংহ সিআইডি ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জের ধরে স্বামী নন্দু মীর তাঁর স্ত্রীকে হত্যা করে তিনি নিজে আত্মহত্যা করেছেন। এ ছাড়া অন্য কোন বিষয়ও থাকতে পারে। আমরা সব বিষয় মাথায় নিয়ে কাজ করছি।’
×