ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ল্যাঙ্গুয়েজ এ্যান্ড কালচার প্রোগ্রামের উদ্বোধন

প্রকাশিত: ০১:১০, ১২ অক্টোবর ২০২১

ল্যাঙ্গুয়েজ এ্যান্ড কালচার প্রোগ্রামের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করল ল্যাঙ্গুয়েজ এ্যান্ড কালচার প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের হলরুমে সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মেসবাহ কামাল। আসাদুজ্জামান নূর বলেন, শিক্ষার লক্ষ্য মানবিক জীবন দেয়া। মানুষের মধ্যে মানবিক বোধ তৈরি করা। সংস্কৃতিবান মানুষ দুর্নীতি, কারো সাথে দুর্ব্যবহার, অন্যায় করতে পারেন না। এই ইনস্টিটিউট সংস্কৃিতবান ও বিবেকবান মানুষ তৈরি করবে, এটি আমার বিশ্বাস। এই ইনস্টিটিউটের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মোঃ মঞ্জুরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গীতশিল্পী জান্নাত-ই- ফেরদৌসী, তুরঙ্গামীর পরিচালক নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত প্রমুখ। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মেসবাহ কামাল বলেন, শুধু রাজনৈতিক কারণে নয়, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ সৃষ্টির সঙ্গে আমাদের আজকের প্রোগ্রামের মিল রয়েছে।
×