ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইগা, আজারেঙ্কা ও সিতলিনার জয়

প্রকাশিত: ০০:৪৬, ১২ অক্টোবর ২০২১

ইগা, আজারেঙ্কা ও সিতলিনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডেই বিগ ম্যাচ দেখে টেনিসপ্রেমীরা। যেখানে ভিক্টোরিয়া আজারেঙ্কার মুখোমুখি হন পেত্রা কেভিতোভা। তবে টেনিসের হাইভোল্টেজ এই ম্যাচের শেষের হাসিটা হেসেছেন আজারেঙ্কাই। বেলারুশ সুন্দরী স্থানীয় সময় রবিবার রাতে ৭-৫ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের কেভিতোভাকে। জয়ের জন্য তাকে লড়াই করতে হয়েছে ১ ঘণ্টা ৪৯ মিনিট। পেত্রা কেভিতোভা-ভিক্টোরিয়া আজারেঙ্কার এটা ৯ম মুখোমুখি লড়াই। গত এক দশকের মধ্যে কেবল তৃতীয়। কেভিতোভাকে হারিয়ে এদিন চতুর্থ জয় তুলে নেন আজারেঙ্কা। হার্ডকোর্টে দ্বিতীয়। আর ২০১৫ সালে টরন্টো ওপেনের পর কেভিতোভার বিপক্ষে কারবারের এটাই প্রথম জয়। চতুর্থ পর্বের ম্যাচে আজারেঙ্কার প্রতিপক্ষ আলিয়াকসান্দ্রা সাসনোভিচ। বেলারুশের ২৭ বছরের এই অভিজ্ঞ খেলোয়াড়ও ইন্ডিয়ান ওয়েলসে দুর্দান্ত খেলছেন। টানা তিন ম্যাচ জিতেই নিজের প্রমাণ দিয়েছেন। তার চেয়েও বড় কথা দ্বিতীয় পর্বের ম্যাচে তিনি হারিয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত তারকা এমা রাদুকানুকে। ইউএস ওপেনের চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের এই তরুণীকে হারানোর পর সোমবার বিদায় করেছেন সাবেক শীর্ষ তারকা সিমোনা হ্যালেপকেও। সাসনোভিচ এদিন ৭-৫ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন রোমানিয়ান তারকাকে। তাই আজারেঙ্কার বিপক্ষে ম্যাচটা যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে তা অনুমিতই। হ্যালেপ বিদায় নিলেও দারুণ জয়ে চতুর্থ পর্বের টিকেট নিশ্চিত করেছেন জেসিকা পেগুলা, এলিনা সিতলিনা, ইগা সুইয়াটেক এবং জেলেনা ওস্টাপেঙ্কোর মতো খেলোয়াড়রা। চমক অব্যাহত রেখেছেন কানাডিয়ান তরুণী লেইলা ফার্নান্দেজও। গত মাসেই ইউএস ওপেনের ফাইনাল খেলা ১৯ বছরের এই প্রতিভাবান তারকা খেলোয়াড় ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় পর্বে হারিয়েছেন অভিজ্ঞ এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। ম্যাচের ফলাফল ৫-৭, ৬-৩ এবং ৬-৪। পোল্যান্ডের দ্বিতীয় বাছাই সুইয়াটেক ৬-১ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দেন ভেরোনিকা কুদেরমেতোভাকে। ইউক্রেনের এলিনা সিতলিনা কঠিন লড়াইয়ের পর ৪-৬, ৬-৪ এবং ৭-৬ (৭/৩) ব্যবধানে হারিয়েছেন সোরানা ক্রিস্টিয়াকে। অন্যান্য ম্যাচে পেগুলা ৬-৪ ও ৬-১ গেমে পাওলিনিকে, ওস্টাপেঙ্কো ৬-৩, ২-৬ এবং ৬-৩ গেমে পুতিনসেভাকে, শেলবি রজার্স ৬-০ এবং ৬-২ গেমে পরাজিত করেন ইরিনা ক্যামেলিয়া বেগুকে। পুরুষ এককের হাইভোল্টেজ ম্যাচে গ্রেট ব্রিটেনের এ্যান্ডি মারে ৫-৭, ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজকে।
×