ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ০০:১৯, ১২ অক্টোবর ২০২১

ধর্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে মোবাইল ফোনে ডেকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে রবিবার বগুড়ার সান্তাহার শহরের খাড়ির ব্রিজ এলাকায়। এ ঘটনায় পুলিশ ধর্ষক প্রীতম ভৌমিককে গ্রেফতার করেছে। জানা গেছে, একাদশ শ্রেণীর ওই কলেজছাত্রীর সঙ্গে সান্তাহার শহরের রথবাড়ী মহল্লার প্রদীপ ভৌমিকের ছেলে প্রীতম ভৌমিক (২৬) দীর্ঘ দুবছর ধরে প্রেম করে আসছিল। এর এক পর্যায়ে রবিবার বিয়ে করার প্রলোভন দিয়ে মোবাইল ফোনে ওই কলেজছাত্রীকে সান্তাহার ফারিস্তা পার্কের সামনে আসতে বলে। প্রেমিকের কথা বিশ্বাস করে ওই ছাত্রী ওই স্থানে পৌঁছে। এরপর প্রীতম ভৌমিক গল্প করতে করতে তার পূর্ব পরিচিত বন্ধুর বাসায় নিয়ে যায়। এরপর জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই কলেজছাত্রী চিৎকার দিলে ধর্ষক পালিয়ে যায়। ঘরের চাবি হস্তান্তর স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভ‚মিহীন ও গৃহহীন আরও ১৯টি পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল (বাশিরটুক) এলাকায় গৃহহীন ১৯টি পরিবারের মধ্যে চাবি হস্তান্তর করা হয়। ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর উপহার নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। এতে করে অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। আরও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, অজামিল চন্দ্র নাথ প্রমুখ।
×