ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে বিপর্যয়ের পর হাসপাতালে চেক প্রেসিডেন্ট

প্রকাশিত: ০০:০৮, ১২ অক্টোবর ২০২১

নির্বাচনে বিপর্যয়ের পর হাসপাতালে চেক প্রেসিডেন্ট

পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদের অপ্রত্যাশিত জয়ের পর রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ৭৭ বছর বয়সী জেমান একজন অবিরাম ধূমপায়ী, যিনি আগে মদাসক্ত ছিলেন। তিনি ডায়াবেটিসে ভুগছেন এবং হুইলচেয়ার নিয়ে চলাফেরা করেন। শনিবারের নির্বাচনের পর নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনায় নেতৃত্ব দেয়ার কথা ছিল তার। প্রাগের কেন্দ্রীয় সামরিক হাসপাতালের পরিচালক জানিয়েছেন, জেমান ইন্টেনসিভ কেয়ারে আছেন। -বিবিসি ‘সঠিকভাবে রোগ নির্ণয় করা হয়েছে, এতে চিকিৎসা কী হবে তা নির্ধারণ করতে পেরেছি আমরা,’ বলেন পরিচালক রোস্তাভ জাভোরাল। কিন্তু প্রেসিডেন্টের অনুরোধের কারণে তিনি আর বিস্তারিত বিবরণ দেবেন না বলে জানান। এর আগে প্রেসিডেন্ট দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে আট দিন হাসপাতালে থাকার পর থেকে জেমান ক্লান্তি ও পানিশূন্যতায় ভুগছেন। রবিবার স্থানীয় সময় সকালে রাজধানী প্রাগের কাছে প্রেসিডেন্সিয়াল অট্টালিকা থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।
×