ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশিত: ২০:৫২, ১১ অক্টোবর ২০২১

ঝুঁকি নিয়ে পারাপার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ইউটার্ন পয়েন্টে ফুটওভারব্রিজ না থাকায় প্রতিদিন শত শত লোক ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন। ফলে এ স্থানটি দিয়ে পথচারীরা মহাসড়ক পার হতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ সড়ক দুর্ঘটনায় হতাহতও হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জরুরী ভিত্তিতে শিমরাইলের ইউটার্ন এলাকায় একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান। রবিবার দুপুরে সরেজমিন গিয়ে পথচারীদের ঝুঁকি নিয়ে মহাসড়কটি পার হতে দেখা যায়। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত যানবাহন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের শিমরাইলের ইউটার্ন এলাকাটি অতিক্রম করে চলাচল করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পূর্বাঞ্চলের ১৮টি জেলার যানবাহন এ স্থানটি দিয়ে নিয়মিতভাবে চলাচল করছে। দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ দ্রুতগামী বিভিন্ন যানবাহন এ পয়েন্ট দিয়ে অতিক্রম করে। শিমরাইল ইউটার্ন এলাকায় ফুটওভারব্রিজ না থাকায় মহাসড়কটি পার হতে পথচারীরা নানাবিধ সমস্যায় পড়তে বাধ্য হচ্ছেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের মধ্যে দিয়ে পথচারীদের পার হতে হয়। এতে অনেক পথচারী সড়ক দুর্ঘটনায় হতাহত হচ্ছেন বলে স্থানীয়রা জানান। বিশেষ করে মহিলা, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা ও নানা রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিরা এ মহাসড়ক পার হতে গিয়ে বহু বিড়ম্বনায় পড়ে। স্থানীয় ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, পথচারীরা এ স্থান দিয়ে পার হতে গিয়ে খুবই ঝুঁকির মধ্যে পড়ছে। পথচারীদের পার হওয়ার সময় এখানে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। কলেজ ছাত্রী আসমা আক্তার জানান, তার বাসা পাইনাদী নতুন মহল্লা এলাকায়। তাই রাজধানী ঢাকায় কলেজ থেকে ফিরে শিমরাইল ইউটার্ন এলাকায় নেমে মহাসড়ক পার হয়ে বাসায় ফিরতে হয়। এ সময় মহাসড়কটি পার হতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েই তাকে পার হতে হয়। এখানে জরুরী ভিত্তিতে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। মিজমিজি তালতলা এলাকার বাসিন্দা আব্দুর রহমান জানান, তাকেও রাজধানী ঢাকা থেকে অফিস থেকে এসে শিমরাইল ইউটার্ন এলাকার মহাসড়ক পার হয়েই বাসায় ফিরতে হয়। এ সময় মহাসড়কটি এক মিনিটের জন্যও ফাঁকা থাকে না। ফলে ব্যস্ততম মহাসড়কটি পার হতে গিয়ে জীবনটি হাতে নিয়েই পার হতে হয়। স্থানীয় দোকানি আবুল খায়ের জানান, শিমরাইল ইউটার্ন এলাকায় মহাসড়কটি পার হতে গিয়ে পূর্বে বহু পথচারী সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন। আরেক স্থানীয় দোকানি আবুল কালাম জানান, শিমরাইল ইউটার্ন এলাকায় মহাসড়কটি পার হয়ে মিজমিজি বাতানপাড়া, পূর্বপাড়া, পাইনাদী সিআইখোলা, বউবাজার, নতুন মহল্লা, হিরাঝিল, শাপলা চত্বর, পাইনাদী মধ্যপাড়া, মিজমিজি তালতলা ও ক্লাবসহ বিভিন্ন এলাকার লোকজন এখান দিয়ে চলাচল করছে। এ মহাসড়কের কয়েকটি পয়েন্টে ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু এলাকাবাসীর দাবি থাকা সত্ত্বেও শিমরাইল ইউটার্ন এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়নি। এতে স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে মহাসড়কটি পার হচ্ছেন। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, মহাসড়কের যে স্থানে ফুটওভারব্রিজ প্রয়োজন সেখানে আমরা ফুটওভারব্রিজ নির্মাণ করছি। সাইবোর্ড এলাকায় একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নয়টি ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে।
×