ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনকন্ঠে সংবাদ ॥ সেই নাজমা পেলেন সেলাই মেশিন

প্রকাশিত: ১৭:৫৪, ১০ অক্টোবর ২০২১

জনকন্ঠে সংবাদ ॥ সেই নাজমা পেলেন সেলাই মেশিন

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে একটি সেলাই মেশিন পেয়েছেন অসহায় নাজমা আক্তার (২৭)। রবিবার (১০ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের আবু জাহির অডিটরিয়ামে তাকে এ সেলাই মেশিন প্রদান করা হয়। এর আগে ২ সেপ্টেম্বর তাকে নিয়ে ‘জীবন পরিচালনায় সরকারী ঘর ও সেলাই মেশিন চায় নাজমা’ শিরোনামে একটি মানবিক সংবাদ প্রকাশ হয় দৈনিক জনকন্ঠের অনলাইনে। সংবাদটি দৃষ্টিগোচর হয় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তারের। তারা উদ্যোগ নেওয়ায় নাজমা আক্তার সরকারীভাবে একটি সেলাই মেশিন উপহার পান। এ সেলাই মেশিন পেয়ে নাজমা আক্তার সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার স্ত্রী নাজমা আক্তার (২৭) বলেন- নিজেদের ঘর না থাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে বসবাস করতে হচ্ছে। এ কারণে দুই সন্তানের পড়াশুনা প্রায় বন্ধ। এভাবে বসবাস করতে আর সম্ভব হচ্ছে না। সেলাইয়ের কাজ জানলেও নিজের মেশিন না থাকায় নিকটবর্তী লালচান্দ চা বাগানের বাজারে রেনু মিয়ার দর্জির দোকানে গিয়ে কাজ করতে হতো। এতে কোন দিন ১০০ আবার অনেক দিন পাওয়া যেত ২০০টাকা। স্বামী সেলিম মিয়া শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্প এলাকার একটি কোম্পানীতে চাকরি করেন। দুইজনের এ রোজগারে সংসার চলা কঠিন হয়ে পড়েছে। এখানে একটি সরকারী ঘর পেলে লোকজনের বাড়ি বাড়ি গিয়ে আর বসবাস করতে হবে না। তবে এবার সরকারীভাবে একটি সেলাই মেশিন পাওয়ায় বাড়ি বসেই কাজ করে অর্থ উপার্জন করা সম্ভব হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম বলেন- নাজমা আক্তারকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা। আবেদন সাপেক্ষে প্রাপ্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে। দেওয়া হচ্ছে অন্যান্য সহায়তাও। যাই হোক বিশেষ বিবেচনা করে ওই নারীকে ঘর প্রদানের চেষ্টা করা হবে। উপজেলা পরিয়দ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বরাদ্দ সাপেক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার স্থানে স্থানে উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে। এখানে নাজমা আক্তারকে একটি সেলাই মেশিন উপহার দেওয়ার হয়েছে। নতুন বরাদ্দ আসলে তাকে ঘর প্রদানের চেষ্টা করা হবে।
×