ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২১:০০, ৯ অক্টোবর ২০২১

গাইবান্ধায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন রিপোর্টার ॥ গাইবান্ধায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের এএসপি সালমান নুর আলম ও জেলা বাজার কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে তেল পরিমাপক যন্ত্রে কারচুপি ও পরিমাপে কম দেওয়ায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কদমের তল এলাকায় জাহিদুল এজেন্সিকে ৪০ হাজার টাকা ও একই এলাকায় গাইবান্ধা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলা শহরের সার্কুলার রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন-বিপণন করায় রমেশ সুইটসকে ১৫ হাজার টাকা ও প্রধান কাঁচা বাজারে দোকানে মূল্য তালিকা না থাকায় হাবিব ভাণ্ডারকে ১০ হাজার টাকা এবং একই অভিযোগে তিন ভাই ভাণ্ডার, রনি ভাণ্ডার ও নায়েব আলী ভাণ্ডারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
×