ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘রূপকথার মোহামেডান-আবাহনী’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২০:০৫, ৯ অক্টোবর ২০২১

‘রূপকথার মোহামেডান-আবাহনী’ বইয়ের মোড়ক উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে যা কখনো হয়নি, সেটাই হয়ে গেল শনিবার। কোন নির্দিষ্ট ফুটবল ক্লাবের সমর্থকরা ভালবেসে, অক্লান্ত পরিশ্রম করে বিশাল একটি বই-ই প্রকাশ করে ফেললেন! বইটির প্রতিপাদ্য বিষয় শুধু তাদের নিজ দলকে নিয়ে নয়, বরং নিজ দলের পাশাপাশি সমান প্রাধান্য দেয়া হয়েছে তাদের চিরপ্রতিদ্ব›দ্বী দলকেও! এক আড়ম্বর আয়োজনে ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থকবৃন্দ ‘মহাপাগল’-এর ব্যানারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল ঢাকার মতিঝিলের একটি অভিজাত হোটেলে। বইয়ের নামটিও বেশ আকর্ষণীয়, ‘রূপকথার মোহামেডান-আবাহনী’। স্বর্ণালী দিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর সব দ্বৈরথের সুনিপুণ বর্ণনা আছে বইটিতে। কয়েক ডজন দেশসেরা সাবেক ও বর্তমান তারকা ফুটবলার, একঝাঁক খ্যাতিমান সাংবাদিক, সমর্থক, রেফারি, প্রখ্যাত সংগঠক ও নানা পেশায় জড়িত ব্যক্তিদের মোট ১০৯টি লেখা ঠাঁই পেয়েছে বইটিতে। বইটির প্রকাশনা উৎসবে বক্তব্য দেন সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আব্দুল গাফফার, শেখ আশরাফ আলী, গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ। মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, সাবেক তারকা ফুটবলার জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরাসহ আরও অনেকে। বইটির প্রকাশনা অনুষ্ঠানটি যেন পরিণত হয়েছেন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ-সংগঠক, রেফারি, সাংবাদিকদের মিলনমেলায়। এসেছিলেন সাবেক কিংবদন্তি ফুটবলার গোলাম সারোয়ার টিপু, হাসানুজ্জামান খান বাবলু, শেখ মো. আসলাম, কায়সার হামিদ, ইমতিয়াজ সুলতান জনি, আহমেদ ইমতিয়াজ নকীব, মোশাররফ বাদল, শফিকুল ইসলাম মানিক, ছাঈদ হাসান কানন, সংগঠক ফজলুর রহমান বাবুল, রেফারি হাজী ইব্রাহিম নেসার, ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার, রেজাউর রহমান সোহাগ, মোস্তফা মামুন প্রমুখ। ক্রীড়াজগতের নুতন এক ইতিহাস রচিত করে ৪০৮ পাতার বিশাল এই বইটিতে ঠাঁই পেয়েছে ইতিহাস, তথ্য আর অসংখ্য ছবি। মহাপাগলের প্রতিষ্ঠাতা ও কর্ণধার টি ইসলাম তারিকের সংকলনে ও প্রখ্যাত ফটো সাংবাদিক নাজমুল আমিন কিরণের তোলা দুর্লভ অনেক ছবি বইটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। স্বাধীনতাত্তোর বাংলাদেশের ফুটবল ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধারার প্রয়াস থেকেই মূলত বইটি প্রকাশিত হয়েছে। বই সংশ্লিষ্টদের দাবি-শুধু বাংলাদেশ নয়, বিশ্বে দুটো ফুটবল ক্লাবের ইতিহাস এবং দ্বৈরথ নিয়ে এমন বিশাল বই এর আগে কোন দেশেই প্রকাশিত হয়নি। ছিলেন।
×