ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকায় ঠেলাগাড়ির চাপায় শিশু নিহত

প্রকাশিত: ২৩:৪৮, ৯ অক্টোবর ২০২১

পুরান ঢাকায় ঠেলাগাড়ির চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এদিকে বংশালে স্কুলের ব্যাগে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকার ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহতের বাবা ব্যবসায়ী শিপন মৃধা। গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। ইসলামবাগ আলীরঘাট ৩৮/৩৩-জি নম্বর বাসার তৃতীয় তলায় বাবা-মায়ের সঙ্গে থাকত শিশুটি। নিহত শিশু সাইফুলের মা লিপী বেগম জানান, ইসলামবাগে তাদের প্লাস্টিক কারখানা রয়েছে। ব্যবসার কাজে সাইফুলের বাবা শিপন মৃধা গ্রামে গেছেন। তিনি জানান, শুক্রবার এলাকাতে একটি খৎনার অনুষ্ঠানের দাওয়াত ছিল তাদের সবার। দুপুরে মেয়ে মনি (৯) ও ছেলে সাইফুলকে ঘরে রেখে তিনি গোসল করছিলেন। গোসল শেষে বের হয়ে দেখেন রুমে তারা কেউ নেই। পরে তিনি দৌড়ে রাস্তায় গিয়ে দেখেন পথচারীরা ছেলে সাইফুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে ঢামেক হাসপাতালে বিকেল ৩টায় সাইফুল মারা যায়। ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার ॥ পুরান ঢাকার বংশালে ৭ হাজার পিস ইয়াবাসহ মোঃ জুয়েল হোসেন নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানা যায়, রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে খবর আসে নর্থ সাউথ রোডের সুরিটোলা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর একজন ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জুয়েল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার স্কুল ব্যাগ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
×