ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ইউএনওর নৌযানে হামলা

প্রকাশিত: ২১:৩২, ৯ অক্টোবর ২০২১

বরিশালে ইউএনওর নৌযানে হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দিগঞ্জে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে শুক্রবার দুপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের নৌযানে হামলা চালিয়েছে জেলেরা। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সংশ্লিষ্টদের নিয়ে স্পিডবোর্ডযোগে ইলিশ রক্ষায় অভিযানে নামেন। এ সময় কতিপয় অসাধু জেলেরা পরিকল্পিতভাবে শক্তিশালী ইঞ্জিনচালিত একটি ট্রলার দিয়ে স্পিডবোটকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করা হলেও এক আনসার সদস্যর আগ্নেয়াস্ত্র (শটগান) নদীতে তলিয়ে যায়। পাঁচ মাদক কারবারি গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের সোনাখালী ও সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৬শ’ ৪৮ ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে শুক্রবার বিকেলে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহ জাহান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাহবুবুর রহমান ওরফে মাহবুব, মোঃ রমজান আলী ও মোঃ শাহ আলম। রমজান আলী ও শাহ আলমের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের ৪০ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়।
×