ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জন ॥ ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ২৩:৫৮, ৮ অক্টোবর ২০২১

অবৈধ সম্পদ অর্জন ॥ ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার স্ত্রী চুমকি পলাতক থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গেজেট বিজ্ঞপ্তি জারির আদেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আসামির জামিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করা হয়। উল্লেখ্য, এদিন দুপুরে শুনানির সময় আসামি প্রদীপ কুমার দাশ আদালতে উপস্থিত ছিলেন। এর আগে তাকে কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। আদালত প্রাঙ্গণে দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, আদালতে আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। আমরা আপত্তি করেছি। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। একই মামলায় অপর আসামি প্রদীপ দাশের স্ত্রী পলাতক। দুদক আইন অনুসারে আমরা গেজেট নোটিফিকেশনের আবেদন করেছি। আবেদনটি মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আগামী ৭ নবেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। তিনি আরও জানান, গেজেট নোটিফিকেশন আগামী ধার্য তারিখের মধ্যে হয়ে যাবে। এরপর অভিযোগ গঠন বিষয়ে শুনানি শুরু হবে। এর আগে গত ২৬ জুলাই দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। ১ সেপ্টেম্বর চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ মোঃ আশফাকুর রহমানের আদালতে দুদকের (দুর্নীতি দমন কমিশন) দাখিল করা অভিযোগপত্রটি গৃহীত হয়। একই আদালত সেদিন প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেদিনও প্রদীপ কুমার দাশের পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর হয়েছিল।
×