ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণআন্দোলনের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:২৯, ৮ অক্টোবর ২০২১

গণআন্দোলনের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিবর্তনে গণআন্দোলনের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফখরুল বলেন, আজকে অত্যন্ত সুকৌশলে গণতন্ত্রের কথা বলে সরকার আবার একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। দেশের মানুষ চিরকাল লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। তাই আমি আশাবাদী কখনই দেশের মানুষকে এভাবে পরাজিত করা সম্ভব হবে না। এই সরকারকে অবশ্যই সরে যেতে হবে এবং জনগণের সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড প্রসঙ্গে ফখরুল বলেন, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশে যাতে আর এমন হত্যাকাণ্ড না হয় সে জন্য সোচ্চার হতে হবে। তিনি বলেন, কয়েক বছর ধরে আমাদের অসংখ্য নেতাকর্মীর বাসায় গিয়ে পুলিশ পরিবারের সদস্যদের হয়রানি করছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, দেশে আজ সঙ্কট চলছে। এটা বিএনপির সঙ্কট নয়, গোটা জাতির সঙ্কট। এই সঙ্কট থেকে রক্ষা পেতে হলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে। বিএনপি তো আছেই, বিএনপির বাইরে থাকা যেসব রাজনৈতিক শক্তিগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, ব্যক্তিরা আছেন, আমাদের সামাজিক সংগঠনগুলো আছে, পেশাজীবী সংগঠনগুলো আছে সবাইকে আজকে ঐক্য হতে হবে দেশের স্বার্থে। সবাইকে ঐক্যবদ্ধ হয়েই এই সরকারকে সরিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, দলের নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।
×