ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাঁই পাননি

প্রকাশিত: ২৩:১৯, ৭ অক্টোবর ২০২১

ঠাঁই পাননি

চার শ’ মার্কিন ধনীর তালিকায় ঠাঁই পাননি দেশটির সাবেক প্রেসিডেন্ট ও ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ২৫ বছর পর ফোর্বসের তালিকা থেকে এই রিয়েল স্টেট মোগলের নাম বাদ পড়ল। বুধবার ফোর্বস এই তালিকা প্রকাশ করে। খবরে বলা হয়েছে, এক বছর আগে ট্রাম্পের যে সম্পদ ছিল এখনও সেই পরিমাণ সম্পদই আছে। বর্তমানে ট্রাম্পের সম্পদের পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার। তবে তাকে টপকে অন্য ব্যবসায়ীরা এগিয়ে গেছেন। সম্পদের পরিমাণ আর ৪০ কোটি ডলার বেশি হলেই এ তালিকায় ট্রাম্পের নাম থাকতে পারত। করোনার কারণে তার রিয়েল স্টেট ব্যবসায় ধস নেমেছে। গত বছর তিনি শীর্ষ ধনীদের তালিকায় ৩৩৯ নম্বরে ছিলেন। এছাড়া ১৯৯৭-২০১৬ সাল পর্যন্ত ফোর্বস ম্যাগাজিনের করা ধনীদের তালিকার ওপরের দিকেই ছিল ট্রাম্পের নাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়টি ছিল ট্রাম্পের জন্য সুবর্ণ সুযোগ। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার কিছুদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, তিনি একই সময়ে তার ব্যবসা এবং সরকার সামলাতে পারবেন।-সিএনএন অবলম্বনে।
×