ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর শিল্পকলা, এক সন্ধ্যায় তিন নাটক

প্রকাশিত: ২৩:৩৪, ৬ অক্টোবর ২০২১

উৎসবমুখর শিল্পকলা, এক সন্ধ্যায় তিন নাটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সাংস্কৃতিক প্রাণকেন্দ্র শিল্পকলা একাডেমি এখন উৎসবমুখর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে প্রতিপাদ্য করে চলছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’। এ উৎসবের পঞ্চমদিন মঙ্গলবার একই সন্ধ্যায় মঞ্চস্থ হয় তিনটি নাটক। একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ছিল মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘ঘুম নেই’, পরীক্ষণ থিয়েটার হলে রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রযোজিত নাটক ‘শত নারী এক পুরুষ’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় স্বপ্নদল প্রযোজিত নাটক ‘হেলেন কিলার’। দীর্ঘ ৮ বছর পর ফের মঞ্চে এসেছে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথাভিত্তিক নাটক ‘ঘুম নেই’। ১০৭টি প্রদর্শনী শেষে ৮বছর বন্ধ ছিল এই নাটকটির মঞ্চায়ন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন জন মার্টিন। মুক্তিযুদ্ধ ক্রমাগত কেবল বিবর্ণ ইতিহাস যেন না হয়ে যায়। স্বাধীনতার পঞ্চাশ বছরে যেন জাতি মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোর কথা ভুলে না যায়। এই সব সত্যি ঘটনা জাতিকে শক্তি জোগায় এবং স্মরণ করিয়ে দেয় এ জাতি কোন রাজাকার আলবদরের উত্তরসূরি নয় বরং বীর মুক্তিযোদ্ধাদের সাহসী সন্তান। ষোলো কোটি মানুষের চোখে ঘুম নেই, ঘুম নেই স্বামীহারা স্ত্রীর চোখে, ঘুম নেই সন্তানহারা পিতার চোখে। এমন প্রেক্ষাপটেই রচিত হয়েছে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, মোঃ শাহনেওয়াজ, কবির আহমেদ, ফারুক আহমেদ সেন্টু, মনিরুল আলম কাজল, আবদুর রহিম শুভ্র, রিপন, ইকবাল চৌধুরী, আমিনুল আশরাফ, শিবলী সরকার, শাহরিয়ার পলিন, কানিজ ফাতেমা লিসা, স্বপ্নিল, শাহনাজ পারভীন ঝর্ণা প্রমুখ। একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রযোজিত নাটক ‘শত নারী এক পুরুষ’। দলের ১৮তম প্রযোজনা এ নাটকটি রচনা করেছেন সিরাজ হায়দার এবং নির্দেশনা দিয়েছেন হাসান হাফিজুর রহমান। হিল্লা বিয়েকে উপজীব্য করে গ্রাম্য পটভূমিতে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে।
×